‘দাসত্বের শৃঙ্খল মুক্ত হয়ে নারীরা এখন সফল উদ্যোক্তা’
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৬:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
আজকের নারীরা এখন অনেক এগিয়ে। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নারীরা এখন সফল উদ্যোক্তা হিসেবে পরিগণিত হয়েছেন। যদিও সিলেটের নারীরা এখনও অনেক পিছিয়ে আছেন, কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে নারীরা সফলভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অবদান রেখে যাচ্ছেন। সিলেটের নারীদেরকে এগিয়ে নিতে এরকম প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে ।
সোমবার (৮ আগস্ট) সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সটিটিউট (স্কিটি) ও এইচএসবিসি এর যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনা জামাল উদ্দীন আহমেদ এসব কথা বলেন।
সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কিটি’র অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট চেম্বারের পরিচালক মো. বশিরুল হক।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ বলেন- নারী উদ্যোক্তাদের উন্নয়নে সিলেট চেম্বার দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। সম্প্রতি সিতথ্যপ্রযুক্তি খাতে নারীদের মুক্ত পেশাজীবি হিসেবে গড়ে তুলতে আউটসোর্সিং হতে পারে নতুন উদ্যোগ। আউটসোর্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা নিজেদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সটিটিউট (স্কিটি) এর অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ বলেন, স্কিটি দেশের নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বাংলাদেশের নারীরা বর্তমানে ভারতের নারীদের চেয়ে ২৩% এগিয়ে রয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক জিয়াউল হক, বিসিক, সিলেট এর ডিজিএম মো. মহসিন কবির খান, নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির যুগ্ম আহবায়ক মধুমিতা ইসলাম, নারী উদ্যোক্তা সামিয়া আক্তার, প্রশিক্ষণার্থী রাহেনা বেগম ও আসমাউল হুছনা খান।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. মামুন কিবরিয়া সুমন, মো. সাহিদুর রহমান, পরিচালক মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), নুরুল ইসলাম, মো. এমদাদ হোসেন, মুকির হোসেন চৌধুরী প্রমুখ।