ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষ : আহত ২০
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৫:৫৭ অপরাহ্ণ
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ২০জন আহত হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে সোমবার (৮ আগস্ট) উপজেলার নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আলকাব আলী, আহাদ আলী, হুসেন আলীসহ ৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পাটিবাগ গ্রামের মসজিদের ভুমি লিজ নিয়ে গত শুক্রবার গ্রামের আলকাব আলী ও আব্দুল কাইয়ূমের মধ্যে বাক-বিতন্ডা হয়।
সোমবার সকালে আলকাব আলীর ভাই ইউপি সদস্য আহমদ আলী বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে বাতিরকান্দি গ্রামের রাস্তায় প্রতিপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালায়।
এ সময় ইউপি সদস্যের ভাই আলকাব আলী, আহাদ আলী এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও কুপিয়ে আহত করে। এরই জের ধরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে অন্য আহতদের ছাতক উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।