এই অঞ্চলেও অভিনব মানুষ থাকে
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ১১:১৫ পূর্বাহ্ণ
লিটন দেব জয়
এই অঞ্চলেও অভিনব মানুষ থাকে;
ভ্রষ্ট মনে হাজার লাখো স্বপ্ন আঁকে!
বাঁচবে বলেই কেবল তারা বেঁচে থাকে;
কথার ছড়ি ঘোরায় তারা কথার ফাঁকে
এই অঞ্চলেও অভিনব মানুষ থাকে।
সবুজ কালো অথবা নীল রং জানে না;
শুদ্ধ সবুজ প্রিয় মোদের তা মানে না।
বিবেক আবেগ নির্বাসিত যাদের কাছে
মানবতাও বিলায় তারা রক্ত হাতে।
মুখোশপ্রিয় সঙবাজরা যাচ্ছে বেড়ে
মূর্খরাও বাড়াচ্ছে পা তাদের তরে।
এই অঞ্চলেও অভিনব মানুষ থাকে;
ভ্রষ্ট মনে হাজার লাখো স্বপ্ন আঁকে!