পাকিস্তানের হাসপাতালে বিস্ফোরণ,নিহতের সংখ্যা বেড়ে ৬৩
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
পাকিস্তানের বেলুচিস্তানের একটি হাসপাতালে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৩ তে দাঁড়িয়েছে । দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সহিংসতাপূর্ণ কোয়েটার সিভিল হাসপাতালে সোমবার সকালের প্রচণ্ড ওই বিস্ফোরণে আরও অনেকে আহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। এর আগে কোয়েটা শহরেই অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনওয়ার কাসির লাশের পাশে আইনজীবী ও সাংবাদিকরাসহ শোকাহতরা জড়ো হওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে বলে বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হারিফালকে উদ্ধৃত করে খবরে বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে বলেন- আত্মঘাতী এক বোমা হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।ফরিদুল্লাহ নামে ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক রয়টার্সকে বলেন- বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন ৫০ জনের বেশি মানুষ কাসির লাশ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকছিলেন। তাৎক্ষণিকভাবে হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি।