পিতার সাথে পুত্রের অলেখা প্রেমচুক্তি
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ৭:১৪ অপরাহ্ণ
ললাটে নেই তাতে কি ,
পিতা তোমার আদর্শের চিহ্ন
ললাটে একেছি।
শুভ্র বসন এ
তোমার হুঙ্কার দেখে ,
ভীত করা সমুদ্রের গর্জন
জয় করেছি।
আকাশ চুম্বী হিমালয়
দেখেনি কেস্ট্রো ,
কিন্তু সে তো তোমায়
দেখেছে এ স্বীকারোক্তি।
অবাক বিস্ময়ে রয় তাকিয়ে
এ ধরাতে সবে ,
পেয়ে এ মহান নেতার
উদার স্বীকারোক্তি।
তুমি চলে গেলে
মাতৃভূমিকে বাঁচাতে ,
সেই কাক ডাকা ভোরে
জাতিকে কাঁদিয়ে।
তারপরেও কি থেমে আছে
হে মহান পিতা ,
তোমারি কর্ম যজ্ঞ
এ ভূমিতে ?
দেখোনি হে পিতা
এখনো নূর হোসেনরা
কি করে বুকের রক্ত
ঢালে রাজপথে অকাতরে ,
স্বপ্ন তাদের দুনয়নে
গড়তে তোমারই
স্বাধের সোনারবাংলা
এ ধরাতে।
অভিজিৎরা আজো প্রবাস থেকে
রক্ত ঢালে ঢাকার রাজপথে ,
তোমার আদর্শ আজো জীবিত
অভিজিৎদের সে লোহু চুষে।
হে মহান পিতা
দিলাম তোমায় কথা
এসবের বদলা নেবো
তোমারই আদর্শ বাস্তবায়নে।
–মহসিন উদ্দিন খান লিটন
সভাপতি ফ্রান্স আওয়ামীলীগ