বিএনপির সদ্য ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহার চাইলেন শামীমুর
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ২:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
শামীমুর রহমান। বিএনপির সদ্য ঘোষিত কমিটির সহ-প্রচার সম্পাদক পদ থেকে নিজের নাম প্রত্যাহার চেয়েছেন শামীমুর রহমান।
শামীমুর রহমান বলেন, আগে তিনি সহ-দপ্তর সম্পাদক ছিলেন। এখন তাঁকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। তিনি কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছেন, শামীমুর ক্ষুব্ধ হয়ে কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়েছেন। সহ-দপ্তর সম্পাদকের চেয়ে নিচের পদ সহ-প্রচার সম্পাদক পদটি। এ ছাড়া তাঁকে করা হয়েছে তিন নম্বর সহ-প্রচার সম্পাদক। আর ১ নম্বর সহ-প্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামকে, তিনি শামীমের কনিষ্ঠ।