আইএসের প্রধান নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৬, ৮:১৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিনাই শাখার প্রধান আবু দুয়া আল-আনসারি নিহত হয়েছেন বলে দাবি করেছে মিসরীয় সেনাবাহিনী। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মিসরের সেনাবাহিনী বলছে, আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এল-আরিশ শহরের ওপর চালানো হামলায় এই জঙ্গিনেতার সঙ্গে ওই গোষ্ঠীর আরো ৪৪ জন সদস্য নিহত হয়েছে। সিনাই উপত্যাকায় আইএসের ঘাঁটি গেড়েছে। সেখান থেকেই তারা কায়রোশহ আশপাশের অঞ্চলগুলোতে হামলা চালায়।
মিসরের সেনাবাহিনীর ভাষ্য, সেনা অভিযানে ৪৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। সন্ত্রাসীদের বেশ কিছু অস্ত্রের ভান্ডার ধ্বংস করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির ফেসবুকে লিখেছেন, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর সিনাইয়ের এল-আরিশ শহরের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো বিমান হামলায় আনসারি নিহত হয়েছেন।
তবে কখন ওই হামলা চালানো হয়েছিল তা জানানো হয়নি। আনসারির মৃত্যু বা বিমান হামলার বিষয়ে আইএস বা এর সিনাই শাখার পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।
২০১৩ সালে ইসলামি ব্রাদারহুডের নেতা প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী ক্ষমতা থেকে সরানোর পর মিসরে ইসলামি জঙ্গি কার্যক্রম বেড়ে যায়। পরের বছর নভেম্বরে সিনাইভিত্তিক আনসার বেইত আল মাকদিস জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি সমর্থন ঘোষণা করে।