লন্ডনে ছুরিকাঘাতে নিহত ১ আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৬, ৬:৪৪ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডনের রাস্তায় ছুরি নিয়ে আততায়ীর এলোপাথাড়ি হামলায় একজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন । প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা বলে মনে করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে লন্ডনের রাসেল স্কয়ারে এ ঘটনা ঘটে। হামলাকারীকে এরইমধ্যে আটক করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, রাত সাড়ে ১০টার দিকে ছুরি হাতে এক ব্যক্তির হামলার কথা জানতে পেরে রাসেল স্কয়ারে যায় পুলিশ। ওই সময় জরুরি বিভাগের অ্যাম্বুলেন্সও সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থলে গিয়ে ছয় ব্যক্তিকে আহত অবস্থায় পায় পুলিশ। এর মধ্যে এক নারীকে ঘটনাস্থলেই নিহত ঘোষণা করা হয়। স্থানীয় সময় রাত ১০টা ৩৯ মিনিটে ছুরি নিয়ে হামলাকারী ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাস্থলের আশেপাশে ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। তল্লাশি শিবির বসানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে ঘটনার সময়কার বিবরণ তুলে ধরছেন।