স্বস্তিকা শরীরি নেশায় মত্ত!
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৬, ৪:৩৬ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
গ্ল্যামার কুইন স্বস্তিকা মুখার্জী অভিনীত ‘সাহেব বিবি গোলাম’ এর সদ্য মুক্তি পেয়েছে একটি গান ‘তোমার কি নাম’। যেখানে টলিউডের বিউটি স্বস্তিকার সেনসেশনে ঝড় উঠেছে ইউটিউবে।
ছবিতে এক গৃহবধূর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে। যদিও শাড়ি সিঁদুরে লক্ষ্মী প্রতীমার আড়ালে তিনি মেনকা। তাতেই বেধেছিল আপত্তি। ছবির চরিত্রের ‘মরাল ডিগ্রেডিং’। আর তাই সেন্সরের গত ছয় মাস ধরে বন্দী ছিল পরিচালক প্রতীম ডি গুপ্তার ‘সাহেব বিবি গোলাম’। দীর্ঘ টানাপোড়েনের পর দিল্লির ফিল্ম সার্টিফিকেশন অ্যাপলেট ট্রাইব্যুনালের (FCAT) অনুমোদনে এই আগস্টে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘সাহেব বিবি গোলাম’।