সিলেটের মির্জাজাঙ্গাল উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১:২৩:২৭,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী মানববন্ধন সোমবার (০১ আগস্ট) দুপুর ১২টায় মির্জাজাঙ্গাল পয়েন্ট সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিতা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন আকন্দ।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম ও সিলেট মহানগর ছাত্রলীগ ১৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রকি দেব। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের জুিনয়র সেক্টর স্পেশালিস্ট শাহ্ এমরান আলী ও দশম শ্রেণির শিক্ষার্থী প্রমি চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন- মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.বি.এম মোরাদ খান, সুলতানা বেগম, মঈন উদ্দিন, সোহাগ মিলন, ফারুক আজাদসহ সকল কর্মচারীবৃন্দ।
মানববন্ধন থেকে সকলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষক ও ছাত্রসমাজকে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।