বালাগঞ্জ কলেজে সন্ত্রাস বিরোধী মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৯:৫২:৪৮,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ :
‘সন্ত্রাস নয়, শান্তি চাই- শঙ্কামুক্ত জীবন চাই’- এই শ্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ ডিগ্রি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ একাদশ-দ্বাদশ ও ডিগ্রি পর্যায়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টিএম আজহারুল ইসলাম, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার, অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক বিজয় কৃঞ্চ দেব, প্রভাষক আকরাম হোসেন, প্রভাষক অহী আলম রেজা, প্রভাষক বুলবুল আহমদ, প্রভাষক মিহির রঞ্জন তালুকদার, সহকারী গ্রন্থগারিক সেলিম হোসেন, অফিস সহকারী আবুল বাশার, শিক্ষার্থীদের মধ্যে মিনার আলী, কামরুল হাসান, বাপ্পন পুরকায়স্থ, শিব সংকর বনিক, খাইরুল ইসলাম রুবেল, বাদল দাস, দিপু আহমদ, লিপি দে, তাম্মি আক্তার, মাজেদা বেগম, ছাদিকা বেগম, রেসনা বেগম প্রমুখ।