তিন সেকেন্ডের পারিশ্রমিক ৭০ লক্ষ টাকা!
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক: পশ্চিম বাংলার পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। এই রাজ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন অভিনেতা। কিন্তু সেই ভিডিওতে কিং খানের উপস্থিতি যথেষ্ঠ নয় বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেলতে পারেননি শাহরুখ খান। আর তাই আবারও বাংলায় বিজ্ঞাপন করতে যাচ্ছেন শাহরুখ।
জানা গেল, এবারের ভিডিওতে তার উপস্থিতি বেশি পরিমানে দেখা যাবে। শাহরুখের মুখে ‘স্বাগত বাংলা’ কথাটি বলতে শোনা যাবে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা। এই পরিকল্পনা অনুসারে আগামী ৪ আগস্ট থেকে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে শুরু হবে শ্যুটিং।
অবশ্য এই কাজের জন্য তিনি নাকি কোনও পারিশ্রমিক নিচ্ছেন না। তবে অতিরিক্ত তিন সেকেন্ড শুটিংয়ের জন্য প্রাথমিক খরচ ধরা হয়েছে ৭০ লক্ষ টাকা। যদিও কাজে হাত দিলে তা কোটি টাকায় পৌঁছতে পারে বলেই মনে করছে পর্যটন কর্মকর্তারা। আসন্ন পুজায় উৎসবে এই বিজ্ঞাপনটি বাংলার পাশাপাশি ভারতীয় সব চ্যানেলে দেখা যাবে।