৫ বছর পর জিৎ-দেব একসঙ্গে…
প্রকাশিত হয়েছে : ৬:৪০:১২,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা জিৎ গাঙ্গুলি ও দেব। ২০১০ সালে ‘দুই পৃথিবী’ শিরোনামের সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। তারপর কেটে গেছে দীর্ঘ ৫ বছর। কিন্তু একসঙ্গে আর দেখা যায়নি এ দুজনকে। সেই বিরতি ভেঙে আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ করেছে।
শোনা যাচ্ছে, পরিচালক রাজ চক্রবর্তীর ‘মাফিয়া’ শিরোনামের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা। সিনেমাটি ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হতে পারে। ‘দুই পৃথিবী’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। নতুন এ সিনেমায় এবারো নাকি কোয়েল মল্লিক অভিনয় করতে যাচ্ছেন।