জগন্নাথপুরে পিতার বিরুদ্ধে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ৬:৫২ পূর্বাহ্ণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এক পিতা তার সৎ মেয়েকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ধর্ষক পিতা নুরুল হক (৪৫)-কে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মেয়েটির মামা নুর মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেছেন। পুলিশ ও এলাকাবসী সূত্র জানায় মোল্লার গাঁও গ্রামের নুরুল হক এর সৎ মেয়ে পাড়ারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১৩) কে তার পিতা নুরুল হক বিভিন্ন প্রলোভনে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি ঘটনাটি তার মা ও মামাদেরকে অবহিত করলে তার মামা নুর মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দেন। যার প্রেক্ষিতে বুধবার রাতে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকিরের নের্তৃত্বে একদল পুলিশ বাড়ি থেকে ধর্ষক নুরুল হককে গ্রেপ্তার করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, গতকাল বৃহস্পতিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয় এবং ধর্ষক নুরুল হককে সুনামগঞ্জ আদালতের পাঠানো হয়।