লন্ডনে কমিউনিটি পুলিশিং বৃদ্ধির ঘোষণা মেয়রের
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৬, ৬:১২ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডন মেয়র সাদিক খান ঘোষণা দিয়েছেন ২০১৭ সালের ক্রিসমাসের আগে গ্রেটার লন্ডনের প্রতিটি বারাতে কমিউনিটি পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হবে। মঙ্গলবার নিউহ্যাম বারা সফরে এসে এই ঘোষণা দেন তিনি। নিউহ্যামের প্রতিটি ওয়ার্ডে দুজন করে কনস্টেবল নিরাপত্তার নিশ্চিতের দায়িত্বে থাকবেন বলেও জানান লন্ডন মেয়র। মেয়র সাদিক খান জানান, অগ্রাধিকার ভিত্তিতে তিনি লন্ডনের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেইবারহুড পুলিশকে শক্তিশালি করতে চান। স্থানীয় পুলিশ অফিসাররা স্থানীয় কমিউনিটি সম্পর্কে ভালো ধারণা রাখেন। স্থানীয় কমিউনিটির সমস্যা এবং অপরাধ দূরিকরণে স্থায়ী পুলিশ অফিসাররা ভালো ভুমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন মেয়র সাদিক খান।
উল্লেখ্য বর্তমানে গ্রেটার লন্ডনের ৬শ ২৯টি ওয়ার্ডের প্রতিটির জন্যে অন্তত ১ জন করে স্থায়ী কনস্টেবল রয়েছেন। এরমধ্যে প্রায় ১শ বেশি ওয়ার্ড রয়েছে যেখানে অপরাধের মাত্রা বেশি ঘটছে অথচ মাত্র একজন কনস্টেবল। আবার যেখানে অপরাধের মাত্রা কম সেখানে কনস্টেবলের সংখ্যা বেশি। এর উদাহরণ হিসেবে বলা যায়, নিউহ্যামের ফরেস্ট গেইট সাউথ ওয়ার্ডের কথা। এই ওয়ার্ডে ২ জন কনস্টেবল থাকলেও গ্রিনস্ট্রীট ওয়েস্টে মাত্র ১ জন। তবে মেট পুলিশ কমিশনার স্যার বার্নার্ড হোগান আশা প্রকাশ করে জানিয়েছেন, লন্ডন মেয়র সাদিক খান যে উদ্যোগ নিয়েছেন তাতে কমিউনিটি পুলিশিং আরো শক্তিশালি হবে।