ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৬, ১:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
বাংলাদেশের গতিশীল অর্থনীতিকে ধ্বংস করতেই জঙ্গি হামলা চালানো হচ্ছে। ইসলামের নাম করে যারা জঙ্গী হামলা চালিয়ে দেশে অরাজকতার সৃষ্টি করছে তারা ইসলামের শত্রু।
বুধবার দুপুরে সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়নে সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এমএফ আলী ফয়েজ। কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, বর্তমান সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, গোলাম কিবরিয়া, আবদুল হাফিজ এ মতিন গেদাই, উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদ, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মুকিত আজাদ, হযরত শাহ জালাল (র.) ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ই্সলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, মাওলানা সাদিকুর রহমান শিবলী, অধ্যক্ষ মাওলানা আবদুল কাইয়ূম, মাওলানা মুক্তার হোসেন, আবদুল মতিন গজনভী, মুনতাসির বিল্লাহ জালালী, আ’লীগ নেতা মামুনুর রশিদ খলকু স্বেচ্চাসেবকলীগ নেতা চঞ্চল পাল, যুবলীগ নেতা আনা মিয়া, আরিজ আলী, মোহন আহমদ প্রমূখ।
সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম।