কারিনা-সাইফের গোপন কথা ফাঁস করলেন কারিশমা!
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক: কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান বর্তমানে হয়তো জীবনের অন্যতম ভাল সময় কাটাচ্ছেন। কারণ মাস খানেক বাদেই মা হতে চলেছেন কারিনা এবং ফের বাবা হতে চলেছেন সাইফ। কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে এইমুহূর্তে স্বাভাবিক ভাবেই ভীষণই খুশি কাপুর পরিবারের লোকজন, জানিয়েছেন কারিনার বোন করিশ্মা কাপুর। কিন্তু এরসঙ্গে তিনি তাঁর পরিবারের এক মারাত্মক গোপন কথাও ফাঁস করে দিয়েছেন।
কারিনা-সাইফ বিয়ের আগে লিভ-ইন করার সিদ্ধান্ত তাঁর মা ববিতা বা পরিবাররে কেউই ভালভাবে নেননি বলে জানিয়েছেন করিশ্মা। সাইফ এর সঙ্গে কারিনার দেখা হয়েছিল ‘তশান’ ছবির সেটে। প্রথম দর্শনেই কারিনার প্রেমে পড়ে যান সাইফ। নিজের হাতে করিনার নামে ট্যাটুও বানিয়ে ফেলেন ছোটে নবাব।
তারপরই দুজনে সিদ্ধান্ত নেন লিভ-ইন করার। এই সিদ্ধান্তই ভালভাবে নেননি কাপুর পরিবার। এমনকি করিশ্মাও যথেষ্ট চমকে গিয়েছিলেন করিনার এই সিদ্ধান্তে।
প্রসঙ্গত, করিশ্মা জানিয়েছেন, তাঁদের পরিবার একটু বেশিই রক্ষণশীল। তবে শেষ পর্যন্ত কারিনা যে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই, দাবি করিশ্মার।
লিভ-ইন করার পর ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। এবার তাঁরা বাবা-মা হতে চলেছেন।