ইতিহাস গড়ে ‘হোয়াইট হাউস স্বপ্নযাত্রা’ শুরু হিলারির, ডেমোক্রেটদের ঐক্য
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৬, ৬:০১ পূর্বাহ্ণ
শাহাব উদ্দিন সাগর, যুক্তরাষ্ট্র থেকে:
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দিন এখন হিলারি ক্লিনটনের। আমেরিকার ইতিহাসে নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের মনোয়ন পেয়ে ইতিহাস গড়লেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল যাই হউক না কেন হিলারি যে আমেরিকার ইতিহাসের একটি ক্ষেত্রে ইতিহাসের স্বাক্ষী হয়েছেন এতে কোন সন্দেহ নেই। আর হিলারি তো বটেই ডেমোক্রেট দলও যে স্বল্প সময়ের মধ্যে সব নাটকীয়তার অবসান ঘটাতে পারে সেটির ও প্রমাণ মিলেছে ফিলাডেলফিয়ায় চলমান জাতীয় সম্মেলনে।
এ সম্মেলনে ঐক্যের জন্য প্রতিক হিসেবে বলা হচ্ছে ফাস্টলেডি মিশেল ওবামাকে। তার বক্তৃতায় দলের কর্মী সমর্থকদের যেমন উজ্জীবিত করেছে তেমনিভাবে সবাইকে এক ছায়াতলে আনার ব্যাপারেও নিয়ামক হিসেবে কাজ করেছে। আর বার্নি স্যান্ডার্সতো বক্তব্য দিয়ে রীতিমতো কর্মী সমর্থকদের উত্তেজনার আগুনে পানি ঢেলে দিয়েছেন।
মঙ্গলবার হিলারি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন। পথ চলা শুরু হয়েছে হিলারির প্রেসিডেন্ট পদে লড়াইয়ের। মনোনয়ন প্রার্থী হিসেবে হিলারীর প্রতিদ্বন্দ্বি ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স কনভেনশনে বলেন, তিনি চান সকলের সমর্থনে হিলারি ক্লিন্টন দলের তরফ থেকে প্রার্থি হন । বুধবার সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে চলা দলের চার দিনব্যাপী কনভেনশনে মঙ্গলবার তাকে ঐতিহাসিক এই মনোনয়ন দেন আগত ডেলিগেটরা।
দেশটির ৫০টি অঙ্গরাজ্য থেকে আসা ডেমোক্রেটরা হিলারিকে সমর্থন দেন।
প্রাথীতার লড়াইয়ে হিলারির সঙ্গে শুরুতে প্রতিদ্বন্দ্বিতা করেন বার্নি স্যান্ডার্স। ধারণা করা হচ্ছিল, তিনি সম্ভবত হিলারি বিপক্ষে যাবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। স্যান্ডার্স কনভেনশনে তার বক্তব্যে হিলারিকে সমর্থন দিয়ে দলীয় ঐক্য ধরতে রাখার আহ্বান জানান।
হিলারিকে জয়ী করতে ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানান ভারমন্টের এই সিনেটর। বলেন, ‘হিলারি অবশ্যই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন।’
অবশ্য কনভেনশনের প্রথম দিনে সোমবার স্যান্ডার্সের সমর্থকরা হিলারি বিরোধী অবস্থান নিয়ে বেশ সোচ্চার ছিলেন। তবে মঙ্গলবার হিলারির বক্তব্যের পর তা কেটে যায়। বুধবার সম্মেলনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে সম্মেলনে প্রথম দিনের ভাষণ দেন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
তিনি বলেন, আমি বিশ্বাস করি-এবারের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার মতো সত্যিকারের গুণাগুণ থাকা একমাত্র প্রার্থী হলেন আমার বন্ধু হিলারি ক্লিনটন।
ফার্স্ট লেডি আরও বলেন, এবারের নির্বাচনে হিলারির সঙ্গেই আছেন তিনি। হিলারি ক্লিনটন দক্ষ ও কঠিন রাজনীতিবিদ, যিনি ‘হুটহাট সিদ্ধান্ত’ নেন না।
সম্মেলনের প্রথম দিন সোমবার নানা বিতর্কের ধূম্রজাল ছড়ায়। দলের চেয়ারওম্যান ডেবি ওয়াসারম্যান শুলজের নেতৃত্বে ডেমোক্রেটিক পার্টির সিনেটর বার্নি স্যান্ডার্সকে পরাস্ত করতে গোপন ষড়যন্ত্র হয়েছিল এই অভিযোগের মুখে ওই দিনের প্রথমার্ধ কাটে প্রতিবাদ ও বিক্ষোভে। ই-মেইল ফাঁসের জেরে শুলজ পদত্যাগে বাধ্য হন। কিন্তু সম্মেলনে স্যান্ডার্স-সমর্থকদের বিক্ষোভ তাতে ঠেকানো যায়নি। তখন হিলারি ক্লিনটনের নির্বাচনী কমিটি লিখিতভাবে স্যান্ডার্স ও তাঁর সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করে। স্যান্ডার্সের নির্বাচনী অফিস থেকেও বিক্ষোভ বন্ধ করার অনুরোধ জানানো হয়। তবে রাত ১০টার দিকে ফার্স্ট লেডি মিশেল ওবামা ভাষণ দিতে মঞ্চে উঠলে ছবিটা বদলে যায়। শান্ত হয়ে আসে পরিস্থিতি।
মিশেল ওবামা তাঁর ভাষণে হিলারিকে সমর্থন করার কারণ ব্যাখ্যা করেন। মিশেল বলেন, আগামী নির্বাচনে শুধু একজন প্রার্থীই রয়েছেন, যিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন, তিনি হলেন হিলারি ক্লিনটন। তাঁর ভাষণ শেষ হওয়ার আগেই পুরো সম্মেলন কক্ষ হিলারির পক্ষে মুর্হুমুহু শ্লোগানে কেঁপে ওঠে।
অন্য দুই প্রধান বক্তা ছিলেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও সিনেটর বার্নি স্যান্ডার্স। তাঁরা দুজনেই যুক্তি, তথ্য ও পরিহাস দিয়ে অত্যন্ত শক্ত ভাষায় ট্রাম্প ও রিপাবলিকান দলের নির্বাচনী কর্মসূচির তীব্র সমালোচনা করেন।
সম্মেলনের শেষ বক্তা হিসেবে স্যান্ডার্স যখন মঞ্চে আসেন, তখনো তাঁর অসংখ্য সমর্থক সম্মেলন কক্ষের ভেতরে দাঁড়িয়ে। প্রায় তিন মিনিট পুরো সম্মেলন কক্ষের অধিকাংশ মানুষ দাঁড়িয়ে ও প্রবল করতালিতে তাঁকে অভিনন্দিত করেন। মোট ডেলিগেটের ৪০ শতাংশ স্যান্ডার্সের সমর্থক, তাঁরা হিলারিকে নয়, স্যান্ডার্সকেই দলীয় প্রার্থী হিসেবে চেয়েছিলেন। স্যান্ডার্স মনোনয়ন লড়াইয়ে হেরে যাওয়ার পর ব্যক্তিগতভাবে হিলারির প্রতি সমর্থন জানালেও তাঁর সমর্থকদের অনেকে এই সিদ্ধান্তে প্রতারিত বোধ করছেন। তাঁদের অনেকেই স্যান্ডার্সের ভাষণের সময় হিলারির বিরুদ্ধে শ্লোগান দেন, অনেককে প্রকাশ্যে কাঁদতেও দেখা যায়।
প্রায় আধা ঘণ্টা স্থায়ী ভাষণে স্যান্ডার্স তাঁর ‘রাজনৈতিক বিপ্লব’ চালিয়ে যাওয়ার জন্য আবেদন রাখেন ও একটি প্রগতিশীল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, ‘হিলারি ক্লিনটন একজন অসাধারণ প্রেসিডেন্ট হবেন, এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই।’