সেনসেশন দ্যা ফিজের ইংল্যান্ড পর্ব শুরু ২১ জুলাই
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৬:০২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ জল্পনা কল্পনার পর অবশেষে ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের পক্ষে খেলতে উড়াল দিচ্ছেন দ্যা ফিজ। দীর্ঘ অপেক্ষার পর তাকে পেতে যাচ্ছে ইংলিশ কাউন্টিতে ধুকতে থাকা দলটি। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্টের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে ইংলিশ কাউন্টির দল সাসেক্স। তবে আইপিএল থেকে চোট নিয়ে ফেরায় একটু দেরি করেই দলে যোগ দিচ্ছেন তিনি। মাঝে এক মাসেরও বেশি সময় লেগেছে তাঁর চিকিৎসা, পুনর্বাসন ও অনুশীলনে। ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন গত ১১ জুলাই।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের পরের ম্যাচ বৃহস্পতিবার । কাল লন্ডন পৌঁছে এই ম্যাচেই মুস্তাফিজ খেলতে নামবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবু আগামী পরশু থেকে সাসেক্সের গ্রুপ পর্বের পূর্ণ সূচিতে চোখ রাখতে পারেন।