হিগুয়াইনের দাম ৯৪ মিলিয়ন ইউরো!
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৬, ৬:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ জাতীয় দলের জার্সি গায়ে দুটি ফাইনালে চরমভাবে ব্যর্থ হিগুয়াইনের দাম ৯৪ মিলিয়ন ইউরো নির্ধারন করেছে তার ক্লাব নেপোলি। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান এই ক্লাবে যোগ দেন হিগুয়াইন। গত মৌসুমে ক্লাবের হয়ে ৩৬ গোল করা হিগুয়াইনের পেছনে ছিলো ইউরোপের বড় বড় ক্লাব। আরো ২ বছর ক্লাবের সাথে তার চুক্তি রয়ে যাওয়ায় ক্লাব কর্তৃপক্ষ সে সুযোগে তার দাম বাড়িয়ে দেয়। প্রথমে ইতালিয়ান লীগে তাদের প্রধান প্রতিপক্ষ জুভেন্টাস তার প্রতি আগ্রহ দেখালেও দাম দেখে তারা পিছু হটেছে। জুভেন্টাস প্রেসিডেন্ট মোরাটা ক্লাব ওয়েবসাইটে এতোদামে কোন খেলোয়াড় কিনবেন না বলে জানিয়েছেন, নেপোলি ও আসছে মৌসুমে তাকে ছাড়তে চায়না।