ইউয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের সেরা দশের তালিকা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৬, ১:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডি ২০১৬ সালের ইউরোপের বর্ষসেরা খেলোয়ারের তালিকা প্রকাশ করেছে। এর মধ্য আগামী ৫ আগস্ট ১০ জন থেকে বাছাই করে ৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এবং ২৫ জুলাই ভোটের মাধ্যমে বর্ষসেরা খেলোয়ার নির্বাচন করে পুরস্কার প্রদান করা হবে। দশজনের তালিকায় যারাঃ লিওনেল মেসি( আর্জেন্টিনা,বার্সেলনা) ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল,রিয়াল মাদ্রিদ) লুইস সুয়ারেজ (উরুগুয়ে,বার্সেলনা) জিয়ানলুগি বুফন (জুভেন্টস,ইতালী) গেরেথ বেল( ওয়েলস,রিয়াল মাদ্রিদ) এন্তনিয় গ্রিজমান ( ফ্রান্স,এটলেটিকো মাদ্রিদ) পেপে ( পর্তুগাল, রিয়াল মাদ্রিদ) থমাস মুলার(জার্মানী,বায়ার্ন মিউনিখ) টনি ক্রুস ( জার্মানী, রিয়াল মাদ্রিদ) মেনুয়েল ন্যায়ার ( জার্মানী,বায়ার্ন মিউনিখ) ।