মেসি সুয়ারেজ নেইমারদের মৌসুম শুরু ৩০ জুলাই থেকে
প্রকাশিত হয়েছে : ৫:০১:১৩,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৬
সুরমা স্পোর্টস ডেস্কঃ কয়েকটি প্রস্তুতি ম্যাচ দিয়ে বার্সেলোনার ১৬/১৭ মৌসুম শুরু হচ্ছে। ৩০ জুলাই স্কটিশ চ্যাম্পিয়ান সেলটিক ম্যাচ দিয়েই মাঠে নামছেন মেসি নেইমার সুয়ারেজরা। ৩ আগস্ট ইংলিশ চ্যাম্পিয়ান লেস্টার সিটির সাথে ও ৬ আগস্ট লিভারপুলের সাথে ম্যাচ রয়েছে বার্সার। ১০ আগস্ট জুয়ান গাম্পার কাপে ইতালির সাম্পদোরিয়া, ১২ ও ১৬ আগস্ট স্পেনিস সুপার কাপের ম্যাচ খেলতে নামবে চ্যাম্পিয়ানরা। ইতিমধ্যেই লুইস এনেরিকের শিষ্যরা তাদের প্রাক প্রস্তুতি শুরু করে দিয়েছ। দলবদলের বাজারে এখনো ক্লাবের সাথে বড় কোন নাম যোগ হয়নি। ভিলারিয়াল থেকে ডেনিস সুয়ারেজ কে দলে নিয়েছে কাতালানরা।