মেসির চেয়ে ধনী রোনালদো
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ২:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: প্রতিবছরের মতো এবারও বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস। আর ফোর্বসের হিসাব অনুযায়ী, যৌথভাবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ উপার্জনকারী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বেতন ও বিজ্ঞাপনী চুক্তি থেকে পাওয়া অর্থের ভিত্তিতে করা হয়েছে এই তালিকা।
কদিন আগেই পর্তুগালের হয়ে ইউরো জেতা রোনালদোর আয় ৮৮ মিলিয়ন মার্কিন ডলার। মার্কিন টিভি তারকা ফিল ম্যাকগ্রার আয়ও রোনালদোর সমান। ক্রীড়াবিদদের মধ্যে লিওনেল মেসির চেয়েও বেশি আয় রোনালদোর। তালিকায় বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড আছেন অষ্টম স্থানে, তার আয় ৮১ মিলিয়ন মার্কিন ডলার। ক্রীড়াবিদদের মধ্যে সেরা দশে আর কেউই নেই।