জাতীয় দলে ফিরলেন সিলেটের মুন্না
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৬, ৬:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ফুটবল দলে সিলেট জেলার কোন ক্রিকেটার নেই দীর্ঘ দিন থেকে। মৌলভীবাজারের মাসুক মিয়া জনি ছাড়া জাতীয় ফুটবলে সিলেটের প্রতিনিধিত্ব করার জন্য আর কেউ ছিলেন না। এশিয়ান কাপ প্লে অফের জন্য দীর্ঘ দিন পর দলে ফিরেছেন সিলেটের মুন্না।
দীর্ঘ দিন থেকেই দলের বাইরে রয়েছেন জাতীয় দলে সিলেটের ফুটবলার ওয়াহেদ আহমদ, তকলিস আহমদ ও ইয়ামীন মুন্না। ইনজুরির জন্য দল থেকে ছিটকে আর ফেরা হচ্ছে না ওয়াহেদের।
ইনজুরি কাটিয়ে ফেডারেশন কাপে দুর্দান্ত খেললেও জাতীয় দলে উপেক্ষিতই থেকে ওয়াহেদ। ইনজুরিতে থাকায় দলে জায়গা হয়নি তকলিস আহমদেরও।
তবে দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরেছেন সিলেটের ইয়ামীন মুন্না। সামনেই এশিয়ান কাপ ‘প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচ। এ দু’ম্যাচে পয়েন্ট হারালে আগামি দুই বছরের জন্য আর্ন্তজাতিক ফুটবল খেলা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য। তাই এমন গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় ফুটবল দলের প্রাথমিক দলে ফিরেছেন ইয়ামীন মুন্না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান কাপ প্লে-অফের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে রোববার। দীর্ঘ দিন পর দলে ডাকা হয়েছে ইয়ামীন মুন্নাকে।
মুন্না জাতীয় দলের হয়ে এর আগে সর্বশেষ ম্যাচ খেলে ছিলেন ২০১৫ সালে। বঙ্গবন্ধু গোল্ড কাপ বাহরাইনের সাথে ২৩ নভেম্বর ম্যাচ খেলে আর ফেরা হয়নি জাতীয় দলে। তাই ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের প্লে-অফ পর্বের জন্য ডাকা প্রাথমিক দলে দীর্ঘ দিন পর সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের প্রাথমিক দল: মোঃ রাসেল মাহমুদ লিটন, মোঃ শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ মাজহারুল ইসলাম, মো: রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মন, ইয়ামিন আহমেদ চৌধুরী (ইয়ামীন মুন্না), মোঃ মামুন মিয়া, মোঃ শাকিল আহমেদ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ রাজাউল করিম, প্রানতোষ কুমার দাস, জাফর ইকবাল, মোঃ ওয়ালী ফয়সাল, জামাল ভূঁইয়া, মোঃ মামুনুল ইসলাম, সোহেল রানা, মোঃ মোনায়েম খান, শহিদুল আলম শহিদ, মাশুক মিয়া জনি, মোঃ ইমন আহমেদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কাওসার আলি রাব্বি, তৌহিদুল আলম, মোঃ আবদুল্লাহ, মোঃ জুয়েল রানা, রুবেল মিয়া, মোঃ জাহিদ হোসেন, মোহাম্মদ নাবিব নেওয়াজ, সৈয়দ রাশেদ তুর্য।