মেসি পারেননি তবে পারলেন রোনালদো
প্রকাশিত হয়েছে : ৫:২২:৩২,অপরাহ্ন ১১ জুলাই ২০১৬
স্পোর্টস ডেস্কঃ
লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো- বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার। দু’জনের মধ্যে কে সেরা তা নিয়ে বিতর্কের শেষ নেই। ফুটবলীয় রেকর্ডে কেউ কারও চেয়ে কম নয়। একদিকে মেসি এগিয়ে তো অন্যদিকে রোনালদো। ক্লাব ফুটবলে দু’জনের অর্জন অসামান্য। এমন কোনো শিরোপা কিংবা পুরস্কার নেই যা তাদের জেতা হয়নি। ইউরোপ-সেরা ফুটবল আসর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা দুইজনই জিতেছেন তিনবার করে। দু’জনই জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও স্পেনের ঘরোয়া লা-লিগার শিরোপা। ব্যক্তিগত অর্জনে উভয়-ই একাধিকবার ইউরোপে মৌসুমে সর্বোচ্চ গোলের কৃতিত্ব দেখিয়েছেন। ফিফা ব্যালন ডি’অরও দু’জনে জিতেছেনÑ মেসি পাঁচ আর রোনালদো তিনবার। তবে একদিকে তাদের দু’জনেরই বড় অপূর্ণতা ছিল। এতদিন দু’জনের একজনেরও আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো শিরোপা ছিল না। কিন্তু এই অপূর্ণতাকে দারুণভাবে ঘুচালেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতলেন তিনি। যা পর্তুগালের ফুটবল ইতিহাসে প্রথম বড় শিরোপা। কিন্তু লিওনেল মেসির এই দিকটা শূন্য। এই শূন্যতা পূরণ করতে না পারার আক্ষেপে ক’দিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এই দিক দিয়ে রোনালদো এখন মেসির ওপরে। ফুটবলের প্রায় সব শিরোপা এখন রোনালদোর ঝুলিতে। কিন্তু মেসি তেমনটা নন। আন্তর্জাতিক ফুটবলের এই শূন্যতা পূরণের জন্য কম চেষ্টা করেননি মেসি। ২০১৪-ব্রাজিল বিশ্বকাপে তার দেশ আর্জেন্টিনা ওঠে ফাইনালে। কিন্তু শিরোপার লড়াইয়ে জার্মানির কাছে হেরে যায়। পরের বছর আরেকটি বড় শিরোপার সামনে চলে যায় তারা। কোপা আমেরিকার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু ২০১৫ সালেও তাকে হতাশ হতে হয়। এ বছর আবার সুযোগ পান মেসি। কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ টুর্নামেন্টের ফাইনালে ওঠে তার দল। কিন্তু এবারও তার আর্জেন্টিনা শিরোপার লড়াইয়ে চিলির কাছে হেরে যায়। এতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শিরোপাশূন্যই থেকে যায়। আর ফাইনালে তার পেনাল্টি মিস আরও কষ্ট বাড়িয়ে দেয়। এতে কষ্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকেও একটি আন্তর্জাতিক শিরোপার জন্য কম অপেক্ষা করতে হয়নি। এর আগে পর্তুগালের হয়ে তিনি শিরোপার সবচেয়ে কাছে চলে গিয়েছিলেন ২০০৪ সালে। সেবার নিজেদের মাটিতেই বসেছিল ইউরো কাপের আসর। পর্তুগাল ফাইনালে উঠেছিল। কিন্তু শিরোপার লড়াইয়ে অপ্রত্যাশিতভাবে হেরে যায় গ্রিসের কাছে। ১৯ বছর বয়সী রোনালদো সেবার কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। তারপর এক যুগ দেশের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন। কিন্তু শিরোপা তাকে ধরা দেয়নি। তবে অবশেষে তিনি সেই কাক্সিক্ষত শিরোপা জিতলেন এবার ইউরোতে। এবারও তার চোখ দিয়ে পানি ঝরলো। প্রথমে কষ্টের কিন্তু পরে আনন্দের।