বেঈমান সানি
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৬, ৫:১৫ অপরাহ্ণ
বিনোদন ডেস্কঃ
তার উপস্থিতি যে কোনও ছোট ব্যানারের ছবিকেও বড় বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছে। তিনি বলিউডের হাল সময়ের সেনসেশন সানি লিওন। আবার দর্শকদের মাতাতে আসছেন তিনি। তাঁর আর একটি রোমান্টিক-সেক্স থ্রিলার ছবি আগামী ৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা। ছবির নাম ‘বেঈমান লাভ’। এখানে বেঈমান সানিকে আবিস্কার করতে পারবেন দর্শক। হ্যা, তার চরিত্রটি এমনই। রাজীব চৌধুরী পরিচালিত এই ছবিতে সানির বিপরীতে দেখা যাবে মডেল-অভিনেতা রজনীশ দুগ্গলকে। তিনি এর আগেও ‘এক পাহেলি লীলা’ ছবিতে সানি লিওনের বিপরীতে কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বেঈমান লাভ’ ছবিটির ট্রেলার। এখানে বরবারের মতো সুপারহট সানিকেই আবিস্কার করা গেছে।