সুরমা নিউজ ডেস্ক: আজ শুক্রবার ছিল ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গুলির ৪৪ তম জন্মদিন। ক্রিকেট প্রেমীদের কাছে তিনি ‘দাদা’ নামেই বেশি পরিচিত। তাকে জানানো শুভেচ্ছাবার্তায় এদিন সকাল থেকেই ভেসে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো।
সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রথম যারা টুইট করেছেন, তাদের মধ্যে আছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ ও টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। ভারতের সাবেক টেস্ট ওপেনার বীরেন্দ্র শেবাগ, যিনি মনে করেন তার জন্যই নিজের ওপেনারের জায়গাটা ছেড়ে দেন দাদা। জন্মদিনের শুভেচ্ছায় মনে করিয়ে দেন ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের বারান্দায় সৌরভের জামা ওড়ানো। শেবাগ টুইট করেন, “শুভ জন্মদিন দাদা। আমাদের দেশের জাতীয় পতাকা ওড়াতে সেভাবেই সাহায্য করো, যে ভাবে লর্ডসে জামা উড়িয়েছিলে।”
সৌরভের আরেক সাবেক টিমমেট যুবরাজ সিং-এর কথায়, ‘ক্রিকেটের সেরা দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি বীরেন্দ্র শেবাগকে টেস্ট ক্রিকেটে ওপেন করতে বলেন, আর বাকিটা ইতিহাস…।’
জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানায় বিসিসিআই ও আইসিসি-র অফিসিয়াল ট্যুইটার পেজও। দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানান কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসিয়াল টুইটার পেজে সৌরভের জীবনে সুখ ও সাফল্য প্রার্থনা করেন তিনি।
এছাড়াও অনুরাগ ঠাকুর থেকে হরভজন সিং, মহম্মদ কাইফ থেকে মনোজ তিওয়ারি – সৌরভকে শুভেচ্ছা জানান প্রায় সকলেই। লর্ডসে সৌরভের সেঞ্চুরি করে টেস্ট ডেবিউ-এর স্মৃতি মনে করিয়ে দিয়ে শুভেচ্ছা জানায় লর্ডস গ্রাউন্ড।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে খারাপ সময়ে দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন সৌরভ। ছন্নছাড়া ভারতীয় দলকে তিনিই প্রথম এক সুতোয় গেঁথে তৈরি করেন ‘টিম ইন্ডিয়া।’
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সৌরভ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ৩:২৩ অপরাহ্ণ