ধর্ষণের মামলায় সালমান
প্রকাশিত হয়েছে : ১:১৪:২২,অপরাহ্ন ১৬ জুন ২০১৬
বিনোদন ডেস্ক:
ধর্ষণের অপরাধে মামলা হলো বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সাবেক প্রতিযোগী পূজা মিশ্রা তার বিরুদ্ধে মামলাটি করেছেন। সালমান একা নন। তার সঙ্গে একই মামলায় আসামী করা হয় অভিনেতা শত্রুঘœ সিনহাকেও। দুই জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে দায়ের করা মামলার কপি নিজের ফেসবুকে পেজেও শেয়ার করেছেন পূজা। তাতে তিনি লিখেছেন, সালমান ও তার পরিবার, শত্রুঘœ সিনহা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি যখন আমার টেলিভিশন শো ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’র দৃশ্যধারণ করতে দিল্লি গিয়েছিলাম, ওই সময় তারা আমাকে ধর্ষণ করেছিলেন। তবে শোনা যাচ্ছে, নিজের টেলিভিশন শো ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’-এর প্রচারের জন্য পূজা এই গুঞ্জনটি ছড়িয়েছেন। কারণ, তিনি ফেসবুকে মামলার যে কপিটি শেয়ার করেছেন সেটা স্পষ্ট নয়। এ কারণে খবরটিকে কেউ পাত্তা দিচ্ছেন না।