টাকার বিনিময়ে রাত কাটিয়েছি : আলিশা
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৬, ৭:১২ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
নিজের জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলার সাহস সবার হয় না। খোলাখুলি কথা বললে সে বিষয়টি নিয়ে দেখা দেয় সমালোচনার ঝড়। তবু কেউ কেউ সত্য প্রকাশের সাহস দেখান। সেই তালিকায় এবার নাম লেখালেন বলিউড অভিনেত্রী আলিশা খান।
ক্যারিয়ারের শুরুর দিকে টাকার বিনিময়ে যৌনতায় অভ্যস্ত ছিলেন বলে কিছুদিন আগেই খোলামেলা জানিয়েছিলেন শার্লিন চোপড়া। এবার আলিশাও সোজাসাপ্টা স্বীকারোক্তি দিলেন।
আলিশা সম্প্রতি বলেছেন, ‘টাকার বিনিময়ে রাত কাটাতাম। তাদের সঙ্গে রাত কাটানোর জন্য লোকেরা আমায় টাকা দিতো।’
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা খবর- ‘টাকার অভাবে ফুটপাথে থাকছেন অভিনেত্রী’। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই একথা জানান আলিশা।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিশা জানান, এক্স-বয়ফ্রেন্ড আমার একটি এমএমএস অনলাইনে ছড়িয়ে দেওয়ার পর পরিবার আমাকে অস্বীকার করে। তখন হাতে কোনও টাকা ছিল না।
তিনি বলেন, ‘টাকার জন্য আমার গলার সোনার হার, হাতের আংটি, ফোন সবকিছু বেচে দিয়েছি। টাকার বিনিময়ে রাত কাটাতেও রাজি হয়েছি।’ সূত্রঃ জি নিউজ