ওসমানীনরে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-মেয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাবা তাহসিনা রুশদীর লুনা।
গত ১ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের দয়ামীর এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান উমরপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের ২নং ওয়ার্ড বিএনপি দপ্তর সম্পাদক মো. হারুন মিয়া (৩১) ও তাঁর ৮ বছর বয়সী মেয়ে আনিসা।
ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়, আহত হন আরও চারজন। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় নিহত দলের সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তাদের বাড়ি পরিদর্শন করেন লুনা। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, একজন কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমি এবং বিএনপি পরিবারের সবাই এই দুঃসময় তাদের পাশে আছি ও থাকব।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।






