হবিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ১১
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ

সুরমা নিউজঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা ১১ বাংলাদেশিকে আটক করেছে।
সোমবার সন্ধ্যায় বাল্লা সীমান্তের টেকারঘাট এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় টহলকারী বিজিবি সদস্যরা তাদের আটক করে। মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- মেহেদী হাসান, জাকিরুল ইসলাম, মিলন শেখ, শুখচান, রাসেল আলী, জসিম আলী, ফারুক মিয়া, মামুনুর রশীদ, বাবর আলী, সাদেকুর রহমান ও সঞ্জিত বৈদ্য। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশের মামলায় মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।







