বাংলাদেশে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না— যুক্তরাষ্ট্রে খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে আর কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। যে সরকারই ক্ষমতায় আসুক নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে। এছাড়া দুই মেয়াদে দশ বছরের বেশি কোন ব্যাক্তি প্রধানমন্ত্রী পদ আঁকড়ে থাকতে পারবেন না, এই বিষয়টিও সকল দলগুলো মেনে নিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এ দুটি বিষয় এক যুগান্তকারী ঘটনা। এতে করে আগামী দিনে জাতি একটি কার্যকর ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যাবস্থা উপভোগ করবে। স্বৈরাচার তৈরির পথ অকার্যকর ও রোধ করা সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি বলেন,বিগত স্বৈরাচার সরকার গণতন্ত্র এবং গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। ১৯শে অক্টোবর রোববার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিক শহরে সর্বস্তরের প্রবাসীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহরের গেইট অব কলম্বাস হলে প্রায় ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সায়হান উদ্দিন।
মিশিগান বাংলাদেশ কমিউনিটির ব্যানারে আয়োজিত এই মতবিনিময় সঞ্চালনা করেন ওয়াসিকুজ্জামান রনি। পরে প্রশ্নত্তোর পর্বে উপস্থিত প্রবাসীরা খন্দকার মুক্তাদিরকে নানা প্রশ্ন করেন এবং তিনি উত্তর দেন। মুক্তাদির বলেন, বিগত শাসনামলের দীর্ঘ ১৫ বছর সিলেট ছিল রাজনৈতিক ভাবে অবিভাবকহীন যার ফলে আজ আমরা সিলেটবাসী নানা সমস্যায় জর্জরিত। সিলেট অঞ্চলে কোন শক্তিশালী অর্থনৈতিক জোন গড়ে উঠেনি। দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় সিলেটে মিল ফ্যাক্টরী গড়ে উঠেনি। শহরে রয়েছে চরম জলাবদ্ধতা সংকট, সামান্য বৃষ্টিতে শহর তলিয়ে যায়। সিলেট ওসমানী বিমানবন্দরও নামমাত্র আন্তজাতিক। এখানে বিদেশি কোন এয়ারলাইন্স আসে না। দেশের সবচেয়ে বৃহৎ পর্যটন নগরী হয়েও পরিকল্পনার অভাবে সিলেট এই খাতে পিছিয়ে। তিনি সিলেটে ব্যাপক ভাবে বিনিয়োগ করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। মুক্তাদির বলেন,আমার যদি রাষ্ট্র পরিচালনায় যাওয়ার সুযোগ হয় তবে এসকল সমস্যা সমাধানে যথাসাধ্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। খন্দকার আব্দুল মুক্তাদির প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন,এতো ব্যস্ততার মধ্যেও আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে সিলেট-১ থেকে একজন প্রার্থী উল্লেখ করে তিনি বলেন,আমি আপনাদের মাধ্যমে দেশে আপনাদের আত্মীয়-স্বজনদেরও ভালোবাসা এবং আমার প্রতি সুদৃষ্টি কামনা করছি। আশা করি নির্বাচনে আমাকে সাহায্য সহযোগিতা করবেন।








