ওসমানীনগরে টমটমসহ চালক উধাও
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে টমটমসহ এক চালক নিখোঁজ রয়েছেন। গতকাল উপজেলার গোয়ালাবাজার থেকে গাড়ির চালক গাড়ি নিয়ে উধাও হয়ে গেলে এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ করনসী গ্রামের মোঃ রাশেদ হোসেনের টমটম চালান একই গ্রামের রোমান মিয়া। একই উপজেলার ২ নং সাদিপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের দুলাল মিয়া এই গাড়ি এক মাস ভাড়ায় চালিয়েছিলেন। যার সূত্রে প্রতিদিনের মতো শুক্রবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ছয়টার দিকে গাড়ি স্টার্টের শব্দে গাড়ির মালিক বের হলে দুলাল মিয়া জানান নিয়মিত ড্রাইভার আজ বদলী হিসেবে তাকে গাড়ি চালাতে দিয়েছেন।
রোমান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। সেই ভোরে গাড়ি নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি দুলাল মিয়া। ধারণা করা হচ্ছে গাড়িটি কোনো চক্রের মাধ্যমে বিক্রি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে গাড়ির মালিক রাশেদ হোসেন বলেন, সে আগেও এক মাস আমার গাড়ি চালিয়েছে। সে প্রতারণা করে আমার গাড়ি চুরি করে নিয়ে গেছে। সে এমন কাজ করতে পারে আমি ভাবতে পারিনি।
এ বিষয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
গাড়ির মালিক সংবাদমাধ্যমকে বলেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই চালক ও গাড়ি দেখেন সাথে সাথে আটক করে এই 01722348934, 01718344665 নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ রইলো।








