আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ণ

সুরমা নিউজ:
“সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সিলেট জেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সিলেট ইউনিট উদ্যোগে পালিত হয়েছে *আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫*।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেন, “মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ভয় থেকে মুক্ত রাখতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। আগাম সতর্কতা, প্রশিক্ষণ, অবকাঠামোগত সক্ষমতা এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”







