নবীগঞ্জে ক্লাসে ভিডিও ধারণ ও টিকটক করায় স্কুলের ৩ ছাত্র বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
মোবাইল দিয়ে ক্লাসে ভিডিও ধারণ ও টিকটক ভিডিও করার দায়ে হবিগঞ্জের নবীগঞ্জে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ৩ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক তাদের বহিষ্কার করেছেন।
শনিবার (৪ অক্টোবর) বহিষ্কারের নোটিশ প্রদান করা হয়েছে।
সূত্র জানায়, নিষেধ থাকা সত্ত্বেও ক্লাসরুমে মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করে এবং ক্লাসের ভিডিওচিত্র ধারণ করে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল করায় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের অপরাধ করেছে ৯ম শ্রেণির ওই ৩ ছাত্র। স্টাফ মিটিংয়ের সর্ব সম্মতিক্রমে এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ মোবাইল ফোন বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই আলোকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।







