মিশিগানে আসছেন খন্দকার আব্দুল মুক্তাদির, চলছে একের পর এক প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মিশিগান আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১৯ অক্টোবর, রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
মিশিগান বাংলাদেশি কমিউনিটির আয়োজনে এই সভাকে সফল করতে ইতোমধ্যে দুটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর রবিবার। হ্যামট্রাম্যাক সিটির আলাদীন রেস্টুরেন্টে প্রস্তুতি সভাগুলোতে কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর বিকেল ৫টায় হ্যামট্রাম্যাক সিটির গেইট অব কলম্বাস হলরুমে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই মতবিনিময় সভা। অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করবেন।
তাঁর আগমনকে সামনে রেখে আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন এবং প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
মিশিগানের বিভিন্ন শহরে নেতাকর্মীদের মধ্যে তাঁর সফরকে ঘিরে চলছে প্রস্তুতি, ব্যস্ততা ও আলোচনা।
আয়োজকরা আশা করছেন প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণই হবে এই মতবিনিময় সভার সবচেয়ে বড় সাফল্য।








