‘হুমায়ুনকে ইলিয়াস আলীর আসনে দেখতে চাই না’
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
বিশিষ্ট ব্লগার মীর জাহান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হুমায়ুনকে ইলিয়াস আলীর আসনে দেখতে চাই না। তাকে কলকাতার কোন একটি আসনে নির্বাচন করতে দিন যদি সম্ভব হয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ইলিয়াস আলীর আসনে কোন ভারতীয় তাবেদারকে মেনে নিতে প্রস্তুত নয় সিলেটের জনগণ। বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ইলিয়াস আলীর আসনে ২০১৮ সালে তাঁর স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। লুনা ভাবী অত্যন্ত দক্ষতার সাথে এলাকার জনগণের সাথে সম্পৃক্ততা বজায় রেখেছেন। আজ তার ফেসবুক আইডিতে তিনি পোস্ট করলে মুহুর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
সুরমা নিউজের পাঠকদের জন্য নীম্নে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
ইলিয়াস আলী ছিলেন আমাদের বৃহত্তর সিলেটের অহংকার। তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে হাসিনা এবং তার প্রভুদেশ মিলে ইলিয়াস আলীকে গুম করে। জাতীয়বাদের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন এই নেতার আসনে ২০১৮ সালে তাঁর স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। লুনা ভাবী অত্যন্ত দক্ষতার সাথে এলাকার জনগণের সাথে সম্পৃক্ততা বজায় রেখেছেন।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ইলিয়াস আলীর আসনে কোন ভারতীয় তাবেদারকে মেনে নিতে প্রস্তুত নয় সিলেটের জনগণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব Tarique Rahman এর কথিত উপদেষ্টা হুমায়ূন কবির ভারতে গিয়ে বলেছিলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি ভুল ছিল, আমরা সেই কথা ভুলে যাইনি।
বেগম খালেদা জিয়ার অনুসৃত নীতির বিরুদ্ধাচারণ করা হুমায়ুনকে ইলিয়াস আলীর আসনে দেখতে চাই না। তাকে কলকাতার কোন একটি আসনে নির্বাচন করতে দিন যদি সম্ভব হয়। বাংলাদেশ কোন ভারতীয় দালালদের বিচরণের ক্ষেত্র নয়। ইলিয়াস আলীর আসনে তাঁর সম্মানিতা স্ত্রী লুনা ভাবীকেই নির্বাচন করতে দিতে হবে।








