৪২ বছর পর বাবা-মায়ের খোঁজে চুনারুঘাটে জাহাঙ্গীর
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৬-৭ বছর বয়সে হারিয়ে যাওয়া এক শিশু ৪৮ বছর বয়সে এসে চুনারুঘাটে তার বাবা-মাকে খুঁজছেন। ৪২ বছর পর বাবা-মাকে খুঁজে পেতে জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি এখন অনেকের দ্বারস্ত হচ্ছেন।
বৃহস্পতিবার তিনি সুনামগঞ্জ থেকে চুনারুঘাটে এসে ট্রাভেলস ব্যবসায়ী আব্দুর রহিম শ্যামলের কাছে তার বিস্তারিত জানিয়ে তার সহযোগিতা চান। জাহাঙ্গীরের বাবা-মাকে খুঁজে পেতে ব্যবসায়ী শ্যামল সবার সহযোগিতা চান।
জাহাঙ্গীর জানান, তিনি ৬-৭ বছর বয়সে হারিয়েছেন। তার বাড়ি চুনারুঘাট- এটুকুই বলতে পারেন। বাবা-মায়ের নাম কিংবা গ্রামের নাম, বলতে পারেন না। তার আর কিছুই স্মরণে নেই।
তিনি জানান, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম মাতগাঁও গ্রামের জারু মিয়া তাকে নিয়ে লালন পালন করেন। তিনি তাকে জাহাঙ্গীর নামে পরিচিত করেন। নিজের ছেলে বলেই এলাকায় পরিচয় দেন। জাহাঙ্গীরকে বিয়ে দেন। তার এখন ৪ ছেলে রয়েছে। জারু মিয়া মারা যাওয়ার আগে তার অপর দুই সন্তানকে সম্পদ দিয়ে গেলেও জাহাঙ্গীরকে কোনো সম্পদ দেননি। এতে সন্দেহ হয় জারু মিয়া তার বাবা নয়। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে তিনি এখন তার প্রকৃত বাবা-মায়ের খোঁজে চুনারুঘাট এসেছেন।
জাহাঙ্গীর বর্তমানে চুনারুঘাট মিরাশী ইউনিয়নের চামলতলী গ্রামের মিলন মিয়ার কাছে রয়েছেন। তিনি তার বাবা-মায়ের খোঁজে মানুষের কাছে যাচ্ছেন; কিন্তু বাবা-মায়ের ও গ্রামের নাম না জানার কারণে তাদের পরিচয় পাচ্ছেন না।
তিনি সবার কাছে বাবা-মায়ের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে।