মহাসড়কে যুবকের লাশ, বুঝে নিতে থানা-হাইওয়ে পুলিশের ঠেলাঠেলি
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, বয়স আনুমানিক (৪৫) হবে বলে পুলিশের ভাষ্য।
শুক্রবার (৪ জুলাই) সকাল ৯ টার দিকে নারায়ণগঞ্জ অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় লাশ পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শুক্রবার সকালে মহাসড়কের পাশে লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। বেলা সাড়ে ৯ টার দিকে হাইওয়ে ও থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হন।
উভয় টিমের সদস্যরা উপস্থিত হওয়ার পরও লাশ উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ হয়নি। লাশটি বুঝে নেওয়া নিয়ে থানা ও হাইওয়ে পুলিশের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে। হাইওয়ে পুলিশ বলছে, এটি সড়ক দুর্ঘটনা না হওয়ায় থানা পুলিশ লাশ বুঝে নেবে, অপরদিকে থানা পুলিশের ভাষ্য, সিসি টিভির ফুটেজ দেখে তারা লাশ বুঝে নেবে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, লাশ দেখে সড়ক দুর্ঘটনা মনে হচ্ছে না। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি, যে কেউ হয়তো এনে এখানে লাশ ফেলে গেছে। থানা পুলিশ লাশ বুঝে নিতে গড়িমসি করছে। আমরা ঘটনাস্থলে আছি। থানা পুলিশের সঙ্গে কথা বলছি, তাদের লাশ বুঝিয়ে দেওয়ার জন্য।
লাশ বুঝে নিতে গড়িমসির কারণ জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, লাশটি যেহেতু মহাসড়কে, সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ লাশ বুঝে নেওয়ার কথা। তবে মৃতদেহের মাথায় দাগ থাকায় তারা বলছে, আমাদের বুঝে নিতে। আমাদের টিম ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ দেখছে। সমস্যা নেই, এটা বুঝে নেওয়া নিয়ে ঝামেলা হবে না।