নবীগঞ্জে ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রতিনিধি :
‘টাকায় মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের হাজারী কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এহসানুল হাদী রুম্মানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, হবিগঞ্জ জেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ শামছুর রহমান, উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হোসাইন আহমদ, নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাইদুল হক চৌধুরী. পৌর জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সোহেল আহমদ, নায়েবে আমীর মাওলানা এমদাদুল হক, সেক্রেটারী আব্দুল মান্নানসহ আরোও অনেকেই। সভায়- হবিগঞ্জ জেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ শামছুর রহমান নবীগঞ্জ উপজেলা ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটিতে এহসানুল হাদী রুম্মানকে সভাপতি ও আব্দুল কাইয়ুম সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান আলী বলেন- ইন্ড্রাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আগামীতে সফল সৎ ব্যবসায়ী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজকে বদলে দেয়া সম্ভব।