যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করবো : গোলাপগঞ্জে এমপি প্রার্থী সাবিনা খান
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৬ (গোলাপগঞ্জ ওবিয়ানীবাজার) আসনের এমপি প্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খান বলেছেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের কল্যাণে কাজ করবো। বিশেষ করে আমার নির্বাচনী আসন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর সূখে-দুঃখে সবসময় পাশে থাকবো।
তিনি সোমবার রাতে উপজেলার পৌরসভার ৮ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমার প্রয়াত পিতা মরহুম কমর উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন। আমাদের পুরো পরিবারই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার বাবা মরহুম আলহাজ কমর উদ্দিন আজীবন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার অনেক সপ্ন ছিল। কিন্তু অনেকটা অপূরন রয়ে গেছে। তাই আমি আমার প্রয়াত পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ আমাদেরকে অনেক ভালবাসে।
উপজেলা কমপ্লেক্সে পাশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব। উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি চেরাগ আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহেল আহমদ, জালাল উদ্দিন, বাবর আহমদ, বাবুল আহমদ, নুরুল হক, সাইফুল ইসলাম হ্রদয় ও মহি উদ্দিন খোকন।
স্বাগত বক্তব্য রাখেন রুবেল আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিম হাফিজ আখলাক আহমদ।