সিলেটে দুই ভাই মিলে কিশোরী শিক্ষার্থীকে অপহরণ, অতঃপর…
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট শহর থেকে অপহৃত ১৫ বছরের এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ভাইকে।
গ্রেফতারকৃতরা হলেন সিলেটের শাহপরান থানার গুচ্ছগ্রাম বাহুবলের বাসিন্দা মৃত আব্দুল কাইয়ুমের দুই ছেলে-তুহিন আহমদ ও তোফায়েল আহমদ।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সুরমা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহমদকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মৌলভীবাজারের বড়লেখা থানার পানিধার এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং আরেক অভিযুক্ত তুহিন আহমদকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে কিশোরীটি অপহৃত হয়। পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালায়।