সিলেটে ফিজা ও স্বাদকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিজা ও স্বাদকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গোটাটিকর বিসিক শিল্পনগরীতে পৃথক এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকারের সিলেট বিভাগীয় কার্যালয়। অভিযান পরিচালনা করেন অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা।
জানা যায়, ফিজা অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় দই তৈরি ও পরিবেশনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো.আরিফ মুর্শেদ মিশু । এছাড়া স্বাদ অ্যান্ড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় কেক তৈরি করায় স্বাদকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।