মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি প্রায়শই ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী!
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে সঙ্কট থেকে সম্ভবত বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
ইরানের পারমাণবিক স্থাপনায় শনিবার যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার কাতারে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালায় ইরান। তবে হামলার আগে তেহরানের পরক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। এজন্য ইরানকে ধন্যবাদ জানান ট্রাম্প। কারণ আগে থেকে সতর্ক করার প্রাণহানী এড়ানো সম্ভব হয়েছে।
এরপর উত্তেজনা বন্ধের ইঙ্গিত হিসেবে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘অভিনন্দন বিশ্ব, শান্তির সময় এসেছে।’
ট্রাম্পের এই উচ্ছ্বাস ইঙ্গিত দিচ্ছিল যে তিনি অন্তত আপাতত, এই সংঘাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে আনতে পেরেছেন।
ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি প্রায়শই ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী হয়। যার প্রমাণ যুদ্ধবিরতি কার্যকরের আগ দিয়ে ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি আক্রমণ।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প এরইমধ্যে শান্তিস্থাপনকারী এবং চুক্তি স্থাপনকারী হিসেবে নিজের ভাবমূর্তী তৈরি করেছেন। এটা অবশ্যই তার ভামূর্তীর জন্য ইতিবাচক দিক।
ট্রাম্প সোমবার রাতে এনবিসি নিউজকে বলেন, ‘আমি মনে করি যুদ্ধবিরতি সীমাহীন। এটি চিরস্থায়ী হবে।‘
তিনি আশা করেন, ইসরাইল এবং ইরান ‘আর কখনও একে অপরের দিকে গুলি চালাবে না।’
তবে ট্রাম্পের দক্ষতা সত্ত্বেও, আগামী ঘটনাবলীই নির্ধারণ করবে তার সাফল্য বাস্তব, নাকি কেবল আরেকটি বিভ্রম।