এনজিও খুলে ৩ কোটি টাকা আত্মসাৎ, বাবা-ছেলে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
রাজশাহীর বাগমারায় আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামে এনজিও খুলে গ্রাহকের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার বিকেলে প্রতারক বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মাষ্টার আক্কাছ আলী শেখ ও তার ছেলে সাধারণ সম্পাদক রায়হান আলী শেখ।
বাগমারা থানার ওসি তৈহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তিভোগী গ্রাহকদের পক্ষে মাহাবুর রহমান বাবু বাদী হয়ে সমিতির সভাপতি আক্কাছ আলী, সম্পাদক রায়হান আলী, ম্যানেজার রানা আহম্মেদ ও ক্যাশিয়ার সোহরাব হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় আক্কাছ আলী ও রায়হান আলীকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গ্রামের বাসিন্দা মাষ্টার আক্কাছ আলী শেখ এবং তার দুই ছেলে রায়হান আলী ও রানা আহম্মেদ সম্প্রতি ভবানীগঞ্জ বাজারে আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতি চালু করেন। এরপর প্রতারণা করে কৌশলে তারা শতাধিক লোকজনের কাছে থেকে প্রায় তিন কোটি টাকা আমানত সংগ্রহ করেন। সম্প্রতি অফিসে তালা দিয়ে লাপাত্তা হয়ে যান তারা।
আত্মসাতের পন্থা অবলম্বন করে অল্পদিনের মধ্যে বাবা ও ছেলেরা হয়েছেন অঢেল সম্পদের মালিক। কিনেছেন পাঁচটি ট্রাক। তেলিপুকুর বাজারে নির্মাণ করেছে বিলাসবহুল বাড়ি। এ ঘটনায় কয়েকদিন আগে অর্ধশতাধিক ভুক্তিযোগী গ্রাহকরা প্রতারক চক্রের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেন।
এছাড়া ভুক্তিযোগীদের পক্ষ থেকে ওই প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, ‘গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকালে শুনানি অনুষ্ঠিত হয়। এতে অভিযোগের সত্যাতা পাওয়ায় প্রতারক বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।’