এনসিপিতে পদ পাওয়া নারী জানালেন, তিনি রাজনীতিই করেন না
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটিতে পদ পাওয়া একজন নারী দাবি করেছেন, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এই কমিটিতেও তিনি কোনোভাবেই যুক্ত ছিলেন না। এমনকি কমিটিতে নাম দেওয়ার আগে তাকে জানানোও হয়নি।
শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব কথা জানান।
সামিয়া সুলতানা শারমীন নামের ওই নারীকে উপজেলা এনসিপির কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছিল। এর আগে, গত বৃহস্পতিবার রাতে দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটি প্রকাশের পর গতকাল শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সামিয়া সুলতানা শারমীন লেখেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিতে পারলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়কের সদস্যে আমার নাম। আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না এবং আমি এই কমিটির সঙ্গেও কোনোভাবে জড়িত না। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে। আমি এই বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এই বিষয়ে আইনের আশ্রয় নেব।’