তাহসিনা রুশদীর লুনার সাথে যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার সাথে যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পাওয়া ওসমানীনগরের নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । ভার্চুয়ালি এই মতমিনিময়ে অংশ নেন সম্প্রতি নবগঠিত যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে ওসমানীনগর উপজেলার ১৬ জন স্থান পাওয়া নেতারা।
সভায় যুক্তরাজ্য যুবদলের নব নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি-আখতার আহমদ শাহিন, সহ সভাপতি আব্দুল খয়ের, সহ সভাপতি সুপান আহমদ, সহ সভাপতি মুদাচ্ছির খান, সিনিয়র সদস্য-সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমদ,যুগ্ম সম্পাদক -নুরুল আলী রিপন, যুগ্ম সম্পাদক মিয়া মো: জামিল, সহ-সাধারণ সম্পাদক-জামিল হুসেন খাঁন, সহ-সাধারণ সম্পাদক তারেক আল-জুবায়ের, সহ-সাধারণ সম্পাদক এমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক -শিপন আহমদ, সমাজ কল্যান সম্পাদক -মিফতাউর রহমান জাহান, সহ সমাজ কল্যান সম্পাদক আব্দুল হাকিম জিলু, ক্রীড়া সম্পাদক -সাইফুর রহমান।
প্রানবন্ত এই মতবিনময় সভায় প্রধান অথিতি তাহসিনা রুশদির লুনা প্রথমেই নবনির্বাচিত যুক্তরাজ্য যুবদলের ওসমানীনগরের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সাথে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরিকে ধন্যবাদ জানান নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য।
তাহসিনা রুশদীর লুনা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে আগামী নির্বাচনকে সামনে রেখে ওসমানীনগরের প্রবাসী যুবসমাজের সকলের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ওসমানীনগরের যারা যুক্তরাজ্য যুবদলের নতুন কমিটিতে অন্তৰ্ভুক্ত হতে পারেননি তাদেরকে যাতে তাদের নিজ নিজ শহরে আঞ্চলিক শাখা কমিটিতে অন্তর্ভুক্ত করা যায় সেদিকে খেয়াল রাখতে বলেন।
তিনি আরও বলেন,যুক্তরাজ্য যুবদলে ওসমানীনগরের এই ১৬ জনের সাথে অন্যান্য নেতাকর্মী যারা কমিটিতে জায়গা পাননি ছাত্রদল থেকে উঠে আসা সাবেক ত্যাগী নেতৃবৃন্ধকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী প্লাটফর্ম গঠন করা যায়। একই সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে যদি সম্ভব হয় ওসমানীনগরের প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক প্রবাসী যুবসমাজের একেকটি গ্রূপ তৈরী করারও পরামর্শ প্রদান করেন । মতবিনিময় সভায় উপস্তিত সবাই তাদের নিজস্ব পরিচিতি তুলে ধরেন এবং বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণসহ বিভিন্ন ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। তাহসিনা রুশদির লুনা সেইসব মতামতকে আমলে নিয়ে তা কিভাবে কি করণীয় এর উপর পরামর্শমূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রেরণ করে, যা পর্যায়ক্রমে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পরিশেষে ওয়াটসঅ্যাপ গ্রূপের এডমিন যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক এমরান আহমেদ ও প্রচার সম্পাদক শিপন আহমেদকে সিনিয়রদের পরামর্শক্রমে আগামী দুই সপ্তাহের মধ্যে যুবসমাজের সবাইকে অনুমতিক্রমে অন্তৰ্ভুক্ত করার সময় দেওয়া হয়।