সিলেটে ছাত্র আন্দোলনে হামলা, আওয়ামী লীগের ‘সক্রিয় কর্মী’ গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে সিলেটে সশস্ত্র হামলার অভিযোগে জসিম উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জসিম আওয়ামী লীগের একজন ‘আলোচিত সক্রিয় কর্মী’। তাঁর বাসা নগরের কাজলশাহ এলাকায়। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি আন্দোলনকারীদের দমনের উদ্দেশ্যে সশস্ত্র হামলায় ছিলেন। এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে জসিম উদ্দিন আত্মগোপনে ছিলেন। গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিকে শনাক্ত করা হয়। এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়।মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে।