আমেরিকায় মেয়র পদে লড়ছেন সিলেটী মুহিত মাহমুদ, আশাবাদী প্রবাসীরা
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনের প্রাইমারিতে মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান মুহিত মাহমুদ। গত রোববার দুপুরে শহরের স্থানীয় আলাদীন রেস্টুরেন্টে আয়োজিত এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
মাত্র দুই বর্গমাইল আয়তনের হলেও হ্যামট্রাম্যাক শহরটি বাংলাদেশিদের একটি শক্তিশালী ভোট ব্যাংক হিসেবে পরিচিত। সেই ভোট শক্তিকে পাশে নিয়ে মেয়র পদে লড়াইয়ে নামছেন মুহিত মাহমুদ।
অনুষ্ঠানে সিটির সাবেক কাউন্সিলম্যান এনাম মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। তারা মুহিত মাহমুদের প্রার্থিতাকে স্বাগত জানান এবং তাকে মেয়র নির্বাচিত করতে সর্বাত্মক সহযোগিতা ও ভোট প্রদানের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন জনপ্রতিনিধি ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী মুহিত মাহমুদ বলেন, “এই শহরের নেতৃত্বে এখন বাংলাদেশিদের প্রয়োজন। হ্যামট্রাম্যাককে একটি সমান সুযোগের শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ ন্যায্যতা ও সম্মান পাবে। এখনই সময় ইতিহাস গড়ার।”
উল্লেখযোগ্য বিষয় হলো এই সভায় শুধু বাংলাদেশি নয়, অন্যান্য কমিউনিটির আমেরিকান নাগরিকরাও উপস্থিত ছিলেন এবং মুহিত মাহমুদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
এটি মুহিত মাহমুদের প্রাথমিক জনসংযোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তিনি জানান, সামনের দিনগুলোতে তিনি ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক প্রথিতযশা পরিবারে জন্মগ্রহণ করা মুহিত মাহমুদ ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০০১ সাল থেকে মিশিগানে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করছেন।
বর্তমান কাউন্সিলম্যান মুহিত মাহমুদ ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং বাংলাদেশি-আমেরিকানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থরক্ষায় দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন।
পারিবারিকভাবেও তিনি নেতৃত্বের ঐতিহ্যে বেড়ে উঠেছেন—তার বাবা ছিলেন গোলাপগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় মুহিত মাহমুদ আজ হ্যামট্রাম্যাক সিটির নেতৃত্বে আসার জন্য জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।