গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল নববধূর
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃঃ
হবিগঞ্জের চুনারুঘাটে বিয়ের আড়াই মাসের মাথায় ইসমত আরা (৩৫) নামের এক নববধূর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে লাশটি চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইসমত আরা ওই গ্রামের কৃষক মর্তুজ আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। মৃতের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে গোসল করতে পুকুরে যান ইসমত আরা। কিন্তু দীর্ঘ সময়েও ফিরে না আসায় খোঁজ শুরু করেন স্বজনরা। পুকুরঘাটে পড়ে থাকা কাপড় দেখে সন্দেহ জাগে।
এরপর খবর দেওয়া হয় চুনারুঘাট ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে। পাশে পড়ে ছিল তার লাল ওড়নাটি। চুনারুঘাট থানার এসআই আল মামুন বলেন, ‘নিহত ইসমত আরা কৃষক মর্তুজ আলীর দ্বিতীয় স্ত্রী।
প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় আড়াই মাস আগে তিনি ইসমতকে বিয়ে করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতার কারণে পানিতে পড়ে মারা গেছেন। কারণ তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন।’ তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে।